ছবি : আপন দেশ
গ্রাহকের অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির একটি মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৭ জানুয়ারি) ঘোষিত এই রায়ে রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
একই মামলার অপর আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এক সময় দেশে ই-কমার্স বিপ্লবের দাবি করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে অসংখ্য আইনি জটিলতা ও মামলার জালে বন্দি হয়ে পড়েছে।
রাসেল ও শামীমা নাসরিন দম্পতি বর্তমানে দীর্ঘদিন ধরে পলাতক বা ফেরারি রয়েছেন।
আদালত ও মামলার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত দেড় বছরে পৃথক সাতটি মামলায় রাসেলের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর আগে ২০২৪ সালের ২ জুন চট্টগ্রামে একটি চেক জালিয়াতি মামলায় এই দম্পতিকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন।
আরও পড়ুন : রাজধানীতে বিশেষ অভিযান, গ্রেফতার ১১
উল্লেখ্য, পৃথক ছয়টি মামলায় তাদের এ পর্যন্ত ১৭ বছরের কারাদণ্ড এবং দুই লাখ সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বছরের ১২ নভেম্বর একটি মামলায় তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তার আগে ১৮ সেপ্টেম্বর ও ১৩ এপ্রিল পৃথক দুটি মামলায় তাদের তিন বছর করে কারাদণ্ড দেন ঢাকার আদালত।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































