Apan Desh | আপন দেশ

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে: ফয়জুল করীম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ৯ ডিসেম্বর ২০২৫

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে: ফয়জুল করীম

ফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। কোন দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছনোর ষড়যন্ত্র করা হলে জনগণ তা গ্রহণ করবে না। এ মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। 

মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনার আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আগামী ফ্রেরুয়ারি প্রথম দিকে নির্বাচনি গুরুত্ব তুলে ধরেন।

আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড গড়তে সরকারের প্রতি আহবান জানিয়ে ফয়জুল করীম বলেন, অন্তর্বর্তীন সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারে, তাহলে জনগণ এ সরকারকে ক্ষমা করবে না৷ এ নির্বাচনে কোন পেশিশক্তি, দখলবাজি, মারামারির চেষ্টা করলে তাদের উৎখাত করা হবে।

আরও পড়ুন>>>দুর্নীতির লাগাম টানায় ‘ট্র্যাক রেকর্ড’ আছে বিএনপির: তারেক রহমান

ফয়জুল করীম বলেন, দেশের জনগণ আর চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিবাজকে ভোট দিতে চায় না।  জনগণ তার পছন্দের ব্যক্তিকে যাকে ভোট দিতে পারে সরকারকে সে পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান তিনি।

জনসভায় আরো বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব, মওলানা গাজী আতাউর রহমান নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ও ৫ আসে মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহও নারায়ণগঞ্জ ৪ আসনের  মনোনীত প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীসহ কেন্দ্র ও স্থানীয় নেতৃবৃন্দ।

 এর আগে জনসভায় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগদান করে দলটির নেতাকর্মীরা।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়