Apan Desh | আপন দেশ

নোয়াপাড়ায় ব্যাংক দুর্নীতি: বিচার দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৪, ৪ নভেম্বর ২০২৫

নোয়াপাড়ায় ব্যাংক দুর্নীতি: বিচার দাবিতে মানববন্ধন

ছবি সংগৃহীত

ইসলামী ব্যাংকের নোয়াপাড়া শাখার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে স্থানীয় ব্যবসায়ীরা সোমবার (০৩ নভেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে বক্তারা সাবেক শাখা ব্যবস্থাপক মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী, সাবেক ফরেন একচেঞ্জ ইনচার্জ সাফারুল ইসলাম এবং ম্যানেজার (অপারেশন) আব্দুল হান্নানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত কর্মকর্তারা ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে কোটি কোটি টাকার অনৈতিক লেনদেন করেছেন। পরে নিজেদের দায় এড়াতে নোয়াপাড়ার সৎ ব্যবসায়ীদের মিথ্যা মামলায় জড়ানো হয় এবং দুদকের মাধ্যমে হয়রানি করা হয়। এতে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ—এসব কর্মকর্তা দেশ-বিদেশের অসাধু চক্রের সঙ্গে যুক্ত, যারা দেশের বৈধ ব্যবসা-বাণিজ্য ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টায় লিপ্ত। এ প্রসঙ্গে বক্তারা অভিযোগ করেন, ইন্দোনেশিয়ায় অবস্থানরত এক প্রতারক ব্যবসায়ীও এ চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। শুধু নোয়াপাড়াই নয়, ঢাকা, পাবনা, ঠাকুরগাঁও, যশোরসহ বিভিন্ন জেলায়ও একই পদ্ধতিতে সৎ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে বলে দাবি তুলে ধরা হয়।

বক্তারা বলেন, এ পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা জানান, করোনা-পরবর্তী বৈশ্বিক মন্দা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত ডলার সংকটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঋণ পুনঃতফসিলের আবেদন করলে অভিযুক্ত কর্মকর্তারা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় তাদের বিরুদ্ধে মামলা করা হয়, যা অন্যায় ও হয়রানিমূলক।

মানববন্ধনে বক্তারা সততা, স্বচ্ছতা ও ফ্যাসিবাদবিরোধী অবস্থানের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজনের কথা উল্লেখ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও শাস্তির ব্যবস্থা না হলে ঢাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বৃহত্তর আন্দোলন চালানো হবে।

মানববন্ধনে বক্তব্য দেন—নওয়াপাড়া সার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজালাল, মধুমতি এন্টারপ্রাইজের মোঃ ইমরান হোসেন, এস রেজা এন্টারপ্রাইজের শাহিন রেজা, নিউ এস আলম এন্টারপ্রাইজের শমসের আলম, রাজু এন্টারপ্রাইজের জাকির হোসেন ও ফোর্ট ইন্টারন্যাশনালের আল-আমিন হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।

শেষে ব্যবসায়ীরা একযোগে দাবি জানান—মিথ্যা মামলা প্রত্যাহার করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে নোয়াপাড়ার ব্যবসায়িক পরিবেশ স্থিতিশীল করা ও ইসলামী ব্যাংকের ভাবমূর্তি পুনরুদ্ধারের আহ্বান জানান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়