মা হবেন পরিণীতি, যা বললেন স্বামী রাঘব
কয়েক মাস আগেই রটে গিয়েছিল পরিণীতি চোপড়া নাকি মা হতে চলেছেন। এমনকী, বিমান বন্দরে, নানা ফিল্মি পার্টিতে ঢিলেঢালা পোশাক পরায় পরিণীতিকে নিয়ে নানা গুঞ্জনও শুরু। কিন্তু, প্রতিবারই সে খবর নাকচ করে এসেছেন এ অভিনেত্রী।
০২:০৬ পিএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার