Apan Desh | আপন দেশ

কারণ ছাড়াই বাড়ছে ৪ কোম্পানির শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:৪৭, ৮ অক্টোবর ২০২৫

কারণ ছাড়াই বাড়ছে ৪ কোম্পানির শেয়ারদর

ফাইল ছবি

কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই  শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।

কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

বুধবার (০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ২৯ সেপ্টেম্বর সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, গত ৩০ সেপ্টেম্বর জেনেক্স ইনফোসিস পিএলসি এবং ৬ অক্টোবর প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি চারটির কর্তৃপক্ষ সিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক ভাবে বাড়ছে।

জেনেক্স ইনফোসিসের গত ২১ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ২৩.৯০ টাকায়। আর গত ৭ অক্টোবর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩০.৫০ টাকায় । ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬.৬০ টাকা বা ২৭.৬২ শতাংশ।

সোনালী পেপারের গত ২১ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ২৪৯.২০ টাকায়। আর গত ৭ অক্টোবর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৯৫.৩ টাকায়। ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪৬.১০ টাকা বা ১৮.৫০ শতাংশ।

সামিট অ্যালায়েন্সের গত ৯ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ৩১.১০ টাকায়। আর গত ৭ অক্টোবর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৪.১০ টাকায়। ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা বা ৪১.৮০ শতাংশ।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের গত ২২ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ৫৭.৩০ টাকায়। আর গত ৭ অক্টোবর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৮০.৭০ টাকায়। ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪০.৮৪ টাকা বা ৪৩ শতাংশ।

এভাবে কোম্পানিটিগুলোর শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়