Apan Desh | আপন দেশ

‘চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৩৫, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৩৬, ১০ ডিসেম্বর ২০২৫

‘চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া’

ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি সাড়াও দিচ্ছেন তিনি— এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্য উড্ডয়নের জন্য উপযুক্ত ছিল না।

বুধবার (১০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সকল সদস্যরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সবসময়ই অত্যন্ত সজাগ। দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, যেহেতু এ মেডিকেল বোর্ডে দেশের বাহিরের চিকিৎসকরাও সংযুক্ত। এক্ষেত্রে টাইম ডিফারেন্সের জন্য আমাদের এ মেডিকেল বোর্ডের মিটিংগুলো রাতে করতে হয়। সবকিছু মিলিয়ে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তদারকি করছেন।

ডা. জাহিদ হোসেন বলেছেন, শুক্রবারই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাহিরে নেয়ার জন্য মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি অন্যদিকে বেগম জিয়ার স্বাস্থ্য অবস্থা ফ্লাই করার উপযুক্ত না থাকায় তখন আমরা উনাকে দেশের বাহিরে স্থানান্তর করতে পারিনি।

তিনি আরও বলেন, কিন্তু উনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড দেশ ও দেশের বাহিরে থেকে সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়েছেন। সে লক্ষেই আমরা এগিয়ে যাচ্ছি। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়