
ছবি: আপন দেশ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সরানোর দাবিতে আন্দোলন করছেন নিহত শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনেরা। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দিয়াবাড়িতে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
এ সময় তারা মোট আট দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে আছে—সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা। সারাদেশে মাইলস্টোন স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে নিহত প্রতিটি বাচ্চার জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ (জরিমানা) ও প্রতিটি আহত বাচ্চার জন্য ১ কোটি টাকা দিতে হবে।
আরও পড়ুন>>>শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবি, রাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
এ ছাড়া স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য ২ কোটি ও প্রতিটি আহত বাচ্চার জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে। রানওয়ে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে (অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে)। কোচিং ব্যবসার মূলহোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে (মিস খাদিজা) ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করতে হবে। স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হবে ও বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে।
এদিকে নিহতদের স্বজনদের মানববন্ধন চলাকালে পাশ দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। তখন তাদের মানববন্ধনে অংশ নেয়ার আহবান জানানো হয়।
এ সময় অভিভাবক ও স্বজনরা বলেন, স্কুল আমাদের বাচ্চাদের ফ্রিতে পড়াশোনা করানোর লোভ দেখাচ্ছে। আমরা এ স্কুল বন্ধ চাই। আজ অনেক দিন হলো, এ ঘটনার কী তদন্ত হলো, কী বিচার হলো আমরা জানতে পারিনি। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এ ধরনের কাজ যেন আর না হয় এমন নীতিমালা চাই। এইস্কুলে কোচিং বাণিজ্য হতো, এটা সবাই জানে। এ কোচিং করার কারণে বাচ্চাগুলো মারা গেল। ফুলগুলো সব পুড়ল কেন জবাব চাই, বিচার চাই।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।