
সুপ্রিম কোর্ট
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এ ব্যবস্থা নেয়া হয়।
হাইকোর্ট এলাকায় ম্যুরাল ভেঙে ফেলা হবে এমন তথ্যের এদিন সকাল থেকেই বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
সরজমিনে দেখা যায়, কোর্টের প্রত্যেকটি প্রবেশ মুখে পুলিশ ও সেনাবাহিনীর এপিসিসহ অন্যান্য সরঞ্জাম মোতায়েন করা হয়েছে । খুব জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেখা হচ্ছে না। এছাড়া তল্লাশি কার্যক্রমও চলমার রয়েছে।
নিরাপত্তা জোরদারের বিষয়ে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের ভেতর শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রয়েছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।