Apan Desh | আপন দেশ

ইরানের পশ্চিম তেহরানে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২০:৩৯, ১৬ জুন ২০২৫

আপডেট: ২১:৪৫, ১৬ জুন ২০২৫

ইরানের পশ্চিম তেহরানে ইসরায়েলের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল হামলা চালিয়েছে। এ অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরান-ইসরায়েল পাল্টা-পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এদিকে ইরানের রাতভর হামলায় ইসরায়েলে নিহত ৮। মোট নিহত ২৪।

  • পশ্চিম তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাংশে সোমবার আবারও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিয়ন্ত্রিত বার্তা সংস্থা 'ফার্স নিউজ এজেন্সি' জানিয়েছে, তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও ইরানের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।

  • ৯ মিনিট আগেইসরায়েল বিজয় অর্জনের পথে, দাবি নেতানিয়াহু'র

ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা বিজয় অর্জনের পথে, সোমবার ইসরায়েলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে একথা বলেন নেতানিয়াহু।

এর আগে তেহরানের আকাশ ‘পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন’ করার দাবি করেন ইসরায়েলের সামরিক বাহিনী কর্মকর্তারা। সে-সঙ্গে ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের ‘এক তৃতীয়াংশ ধ্বংস’ করে দেয়ারও দাবি করেন তারা।

সে দাবিই পুনর্ব্যক্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের দু’টি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি: পারমাণবিক হুমকি নির্মূল ও ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা। ইসরায়েলের বেসামরিক নাগরিকদেরকে ইরান হামলার লক্ষ্যবস্তুে পরিণত করেছে বলে অভিযোগ করেন নেতানিয়াহু।

বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সেখানে উপস্থিত সেনাদের উদ্দেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আপনাদের ধন্যবাদ। সৃষ্টিকর্তার সাহায্যে আমরা পদক্ষেপ গ্রহণ করবো ও  সফল হবো। বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা (যুদ্ধ) চালিয়ে যাবো।

  • ২৯ মিনিট আগেইরানের হাসপাতালে ইসরায়েলের হামলা

ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল ‘সরাসরি’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি এ দাবি করেন।

আন্তর্জাতিক আইন বলা হয়েছে, সশস্ত্র সংঘাতকালে হাসপাতালে কোনো হামলা চালানো যাবে না। এ আইনের লঙ্ঘনকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায়।

ফারাবি হাসপাতালে হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ ও ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন বাঘাই।

  • এক ঘন্টা আগেইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন ও এরদোয়ান

ইরান ও ইসরায়েলের মধ্যে গত চারদিন ধরে যে পাল্টা-পাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান। উভয়ই আলাদাভাবে জানিয়েছেন, সংঘাত বন্ধের লক্ষ্যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছেন। সংঘাত নিরসনের জন্য রাশিয়ার আগের প্রস্তাব এখনও বহাল রয়েছে। যদিও পরিস্থিতি এখন আরও জটিল হয়ে পড়েছে," বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।সমস্যার সমাধানে রাশিয়া বিবাদমান পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে ক্রেমলিন।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, রেচেপ তাইপ এরদোয়ান সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইসরায়েলের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত বলে ইরানকে জানিয়েছেন এরদোয়ান।

  • এক ঘন্টা আগেইরানের সঙ্গে 'সাময়িকভাবে' সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান

ইরান-ইসরায়েল পাল্টা-পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

সোমবার ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

  • ঘন্টা আগেইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে যাচ্ছে পোল্যান্ড

ইসরায়েল থেকে প্রায় দুইশ' নাগরিককে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড। আগামী দুই-এক দিনের মধ্যেই তাদেরকে নিজ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হেনরিকা মোসিকা-ডেন্ডিস।

আমরা শুধুমাত্র সেইসব নাগরিকদেরকেই দেশে ফিরিয়ে আনতে যাচ্ছি, যারা ভ্রমণ বা অন্য কোনো উদ্দেশ্যে অল্পকিছু দিনের জন্য ইসরায়েলে গিয়ে আটকা পড়েছেন, সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন হেনরিকা মোসিকা-ডেন্ডিস। তবে ইসরায়েলি আকাশসীমা আপাতত বন্ধ থাকায় তাদেরকে বিমানে করে দেশে ফিরিয়ে নিতে পারছে না পোল্যান্ড।

এক্ষেত্রে নাগরিকদের প্রথমে স্থলপথে জর্ডানের রাজধানীতে নেয়া হবে বলে জানিয়েছেন মিজ মোসিকা-ডেন্ডিস। তারপর সেখান থেকে বিমানে করে তারা পোল্যান্ডে ফিরবে বলে জানান তিনি।

  • ২ ঘন্টা আগে ‘আয়রন ডোমে’ আগের মতো ভরসা পাচ্ছেন না সাধারণ ইসরায়েলিরা

ইসরায়েলি নাগরিকদের বড় অংশই নিজেদের অত্যাধুনিক 'আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা'কে এতদিন 'দুর্ভেদ্য' বলে মনে করতেন। কিন্তু গত তিন দিনের ইরানি হামলায় তাদের সে অনুভূতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষ করে, হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আগের মত আস্থা রাখতে পারছেন না। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তাদের বহুস্তরযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও যথেষ্ট শক্তিশালী। তবে ব্যবস্থাটি যে পুরোপুরি ‘নিখুঁত নয়’, সেটি অবশ্য স্বীকার করছেন কর্মকর্তারা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়