Apan Desh | আপন দেশ

চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করলো বাকৃবি প্রশাসন

বাকৃবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৫৮, ৬ মার্চ ২০২৫

চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করলো বাকৃবি প্রশাসন

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ শাখা থেকে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।

অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম জানান, গতকাল সকাল ৯টায় মাইক্রোবাস ও টায়ার চুরির তথ্য পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করার পাশাপাশি ডিবি পুলিশকেও বিষয়টি জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়। রাত ১২টায় প্রধান নিরাপত্তা কর্মকর্তা ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা পার হয়ে ময়লাকান্দি নামক জায়গায় একটি ফিলিং স্টেশনে চুরি হওয়া গাড়িটির অবস্থানের তথ্য পায়। গাড়িটি শনাক্ত ও উদ্ধারের জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা সুপারভাইজার, পরিবহণ শাখার সুপারভাইজার, একজন ড্রাইভার ও নিরাপত্তা কর্মীসহ ঘটনাস্থলে পৌঁছান। গাড়িটি বাকৃবির চুরি হওয়া ওই গাড়ি হিসেবে নিশ্চিত করেন৷ 

পরবর্তীতে পুলিশকে জানিয়ে রাত দেড়টায় গাড়িটি ক্যাম্পাসে নিয়ে আসা হয়। তবে টায়ার ও চোরকে ধরা এখনও সম্ভব হয়নি। পুলিশ এ ব্যাপারে তৎপরতা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও হারানো টায়ার খুঁজে পাওয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ৫ মার্চ ভোর সাড়ে ৫ টার দিকে দুইজন ব্যক্তি যাদের একজন বোরকা পরিহিত, দেয়াল টপকে পরিবহণ শাখায় প্রবেশ করে। তারা টায়ার সংরক্ষণের কক্ষের তালা কেটে চারটি টায়ার বের করে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাসে (ময়মনসিংহ-চ-৫১০০১৫) তুলে। পরে প্রধান গেটের তালা ভেঙে মাইক্রোবাসসহ পালিয়ে যায়। চারটি টায়ারের মধ্যে বড় গাড়ির টায়ার দুইটি ও ছোট গাড়ির টায়ার দুইটি। বড় গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ৭৫ হাজার টাকা ও ছোট গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ২৫ হাজার টাকা।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়