Apan Desh | আপন দেশ

পেঁয়াজের বাজার ফের অস্থির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ২৬ মার্চ ২০২৪

পেঁয়াজের বাজার ফের অস্থির

ছবি: সংগৃহীত

আগামী এপ্রিলে ভারতের লোকসভা নির্বাচন। এর আগেই দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে চায় দেশটির সরকার। এজন্য পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে। আর এ খবরে ফের অস্থির হয়ে উঠেছে রাজধানীর বাজার। দু’দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়ে গেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

মঙ্গলবার (২৬ মার্চ) বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর পাওয়া যায়।

জানা গেছে, রাজধানীর বিভিন্ন জায়গায় পেঁয়াজের দাম ১০ টাকা বেড়ে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত শুক্রবারও দেশি পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য পাইকারি ব্যবসায়ীদের দায়ী করছেন খুচরা বিক্রেতারা। তারা বলছেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে।

পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞায় ব্যবসায়ীরা বলেছিলেন, দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে কোনো প্রভাব পড়বে না। কারণ বর্তমানে পেঁয়াজের যে মজুদ রয়েছে, তা দিয়ে অন্তত আরও চার মাস চাহিদা মেটানো যাবে।

আরও পড়ুন>> পেঁয়াজ রফতানিতে ফের ভারতের নিষেধাজ্ঞা

ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিলেই হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। ক্রেতা-বিক্রেতাদের আশঙ্কা এ নিষেধাজ্ঞাকে পুঁজি করে পেঁয়াজের দাম আরও বাড়াবে অসাধু ব্যবসায়ীরা।

তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির এ প্রবণতা থেকে ব্যবসায়ীরা বের না হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়