
ছবি: আপন দেশ
দীর্ঘ মেয়াদী নবায়নযোগ্য লীজ পদ্ধতিতে পরিচালনার জন্য কুড়িগ্রাম ট্রেক্সটাইল মিলসটি বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে মিলস চত্বরে এক অনুষ্ঠানের বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড কাছে হস্তান্তর করে বিটিএমসি।
এ সময় উপস্থিত ছিলেন, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
জানা গেছে, টেক্সটাইল মিলসটি ১৯৮৮ সালে চালুর পর প্রথম দিকে ভালোভাবে পরিচালনা হয়ে আসলে গত ১৫ বছর ধরে বন্ধ ছিল মিলসটি। ওই সময়ে এতে ৭-৮শ শ্রমিক কাজ করেছিল। অপরদিকে মিলসে চারটি পন্য উৎপাদন করার কথা রয়েছে। আর এতে কর্মসংস্থান হবে কুড়িগ্রামের প্রায় ২ হাজার মানুষের। এদিকে মিলসটি চালু হওয়ার খবরে শ্রমিকরা আনন্দিত।
কুড়িগ্রাম টেক্সটাইল মিলস'র শ্রমিক আব্দুল বাতেন, বজলুর রশিদ, নাঈমুল ইসলামসহ কয়েকজন বলেন, ১৫ বছর পর মিলসটি চালু হওয়ার খবরে আমরা খুবই আনন্দিত। বন্ধ মিলস পুনরায় চালু হলে সহস্রাধিক শ্রমিক মানবেতর জীবন থেকে মুক্তি পাবে। আমরা আশা করছি মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের যেন মিলসটিতে কাজ দেয়া হয়।
ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এমডি বসির আহমেদ বলেন, উত্তরবঙ্গের মতো ভালো মানুষ বাংলাদেশের আর কোথাও আছে কি না, আমার জানা নেই। এটা আমার পছন্দের জায়গা, এখানকার মানুষকে আমি খুব পছন্দ করি। এ মিলসে শিল্প প্রতিষ্ঠান করে লাভবান হবো কিনা জানি না। তবে এ অঞ্চলের মানুষের প্রতি ভালোবাসা থেকে এখানে আমরা কাজ করতে চাচ্ছি।
বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন জানান, কুড়িগ্রাম টেক্সটাইল মিলস আমাদের মালিকানায় থাকবে। আমরা শুধু বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডকে এটি লীজ দিলাম। আশা করছি, তারা এ মিলকে দ্রুত উৎপাদনমুখী করবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।