ছবি: আপন দেশ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের ডাংগুয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কৃষক জালাল উদ্দীনের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ওই বাড়ির তিনটি বসতঘর, একটি রান্নাঘর, দুটি খড়ের গাদা ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব ঘর পুড়ে যায়।
জানা গেছে, রাতের অন্ধকারে রান্নাঘর থেকে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা ও ধোয়া বের হতে থাকে। বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের এলাকার মানুষ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় সব কটি ঘর পুড়ে যায়।
বাড়ির মালিক কৃষক জালাল উদ্দীন জানান, তার রান্নাঘর ও তিনটি বসতঘরসহ মোট ৪টি টিনশেড ঘর, দুটি খড়ের গাদা, নগদ অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।
এ বিষয়ে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মামুনুর রশীদ মামুন বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। ফায়ার সার্ভিস টিম প্রায় আধা ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে সব কিছু পুড়ে গেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































