Apan Desh | আপন দেশ

রূপালী ব্যাংক পিএলসি

দুদকের পরিচালক হলেন সেই নূরুল হুদা !

দুদকের পরিচালক হলেন সেই নূরুল হুদা !

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন ফেরি করছেন। তখন দুর্নীতি দমন কমিশনে হচ্ছে কী? এক চিঠিতেই ৯ ঋণখেলাপি ও অর্থ পাচারকারী প্রতিষ্ঠান মালিকদের দায়মুক্তির সুপারিশ করেছেন প্রমোটি উপ-পরিচালক মোহাং নূরুল হুদা। তার প্রতিবেদনের ভিত্তিতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে গত ১৪ মে দেয়া হয় এ দায়মুক্তি। দায়মুক্তির সুপারিশের পরই দুদকের ‘টপ টেন’ দুর্নীতিবাজদের একজন এই নূরুল হুদার ফাইল উঠেছিল পদোন্নতি সুপারিশ কমিটিতে। অবশেষে সেই নুরুলহুদাসহ চারজনকে পরিচালকে পদোন্নতি দিল কমিটি।

০২:২৬ পিএম, ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার

মুনাফা বেড়েছে যেসবক ব্যাংকের

মুনাফা বেড়েছে যেসবক ব্যাংকের

ডলার সঙ্কট, তারল্য সঙ্কট, খেলাপির সংখ্যা বাড়ছে। এমন মন্দ সংবাদের মধ্যে সুখবর হলো মুনাফা বাড়ছে ব্যাংকের। চলতি বছরেরর জানুয়ারি-জুন নাগাদ এ চিত্র অধিকাংশ ব্যাংকের। ঋণের সুদহার বৃদ্ধি, সরকারি বিভিন্ন বিল, বন্ডে বিনিয়োগসহ বৈদেশিক বাণিজ্যের ওপর ভিত্তি করেই মুনাফা বেড়েছে। তবে পরিচালন মুনাফাই একটি ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে, তা-ই হচ্ছে পরিচালন মুনাফা। আর পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণ, সঞ্চিতি, করপোরেট কর বাদ দিলে যা থাকে, তা-ই হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা থেকেই শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয় তালিকাভুক্ত ব্যাংক।

১১:৪৪ পিএম, ১ জুলাই ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement