Apan Desh | আপন দেশ

সংস্কার কমিটি

‘সংস্কার কমিশনের ৩৬৭ সুপারিশ বাস্তবায়নযোগ্য, ৩৭টি বাস্তবায়িত হয়েছে’

‘সংস্কার কমিশনের ৩৬৭ সুপারিশ বাস্তবায়নযোগ্য, ৩৭টি বাস্তবায়িত হয়েছে’

সংবিধান সংস্কার কমিশন ছাড়া ১০টি সংস্কার কমিশনের করা ৩৬৭ সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ৩৭টি সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস অ্র্যাকাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, ১১টি সংস্কার কমিশনের মধ্যে ১০টা কমিশনের সুপারিশ যেগুলো আশু বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়েছে। গত সপ্তাহে আমরা বলেছিলাম ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন। আজকে জানানো হয়, আরও ২৪৬টি অতি গুরুত্বপূর্ণ আশুকরণীয় রিফর্ম এসেছে। এগুলো বাস্তবায়নধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে ৩৬৭টি। এর মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়িত হয়েছে।

০৭:০৯ পিএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

ড. ইউনূসের কাছে তারেক রহমানের একহালি প্রশ্ন

ড. ইউনূসের কাছে তারেক রহমানের একহালি প্রশ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটি দেশের বহু মানুষের বড় জিজ্ঞাসা। তিনি বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবেন এ আশা করছি। পরিস্থিতির অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে এনডিএম-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহবান জানান তারেক রহমান।

১১:৪০ পিএম, ১৭ মে ২০২৫ শনিবার

নারী সংস্কার কমিশন বাতিলসহ প্রকাশ্যে বিচারের দাবি ফয়জুল করীমের

নারী সংস্কার কমিশন বাতিলসহ প্রকাশ্যে বিচারের দাবি ফয়জুল করীমের

নারী সংস্কার কমিশনের প্রতিটি পৃষ্ঠায় ধর্ম অবমাননা করা হয়েছে। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। প্রকাশ্যে তাদের বিচার করতে হবে। যেন ভবিষ্যতে কেউ এমন প্রস্তাব দেয়ার সাহস না পায়। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এক গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন হয়ে কাকরাইলে গিয়ে গণমিছিল শেষ হয়।

০৬:৩৬ পিএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে:তারেক রহমান নির্বাচন-গণভোট: তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ‘চাঁদাবাজদের আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব’ ইরানের নতুন হুঁশিয়ারি স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন