Apan Desh | আপন দেশ

long march

বিকেল চারটায় এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’

বিকেল চারটায় এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’

হাজার হাজার শিক্ষক এখন কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত। তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবেন। আন্দোলনকারীরা বলছেন, তারা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে তারা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে আজ বিকাল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়েছেন। তারা বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি না মানলে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি করবেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ চিত্র দেখা গেছে।  জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আবুল বাশার বলেন, আমাদের দাবি বাস্তবায়ন করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা শুরু করব। শিক্ষকদের উপর পুলিশ হামলা চালিয়েছিল। আজকে আমাদের উপর হামলা করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

০১:৪১ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

ড. ইউনূসের কাছে তারেক রহমানের একহালি প্রশ্ন

ড. ইউনূসের কাছে তারেক রহমানের একহালি প্রশ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটি দেশের বহু মানুষের বড় জিজ্ঞাসা। তিনি বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবেন এ আশা করছি। পরিস্থিতির অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে এনডিএম-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহবান জানান তারেক রহমান।

১১:৪০ পিএম, ১৭ মে ২০২৫ শনিবার

ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র-জনতার লংমার্চ শুরু

ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র-জনতার লংমার্চ শুরু

ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে লংমার্চ শুরু হয়। বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে ১০টি ট্রাকে করে তারা যাত্রা শুরু করে। এরপর দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় জুমার নামাজ ও পথসভা করে বিকাল ৪টায় কুমিল্লার টাউন হলে সার্বভৌম সমাবেশ ও বিবির বাজার সীমান্তের দিকে পদযাত্রা করবে তারা। সন্ধ্যা ৬টায় লংমার্চে অংশ নেওয়া ছাত্র-জনতা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। লংমার্চে ছাত্র জনতা ‘দিল্লী না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘গোলামী না ইনকিলাব-ইনকিলাব ইনকিলাব’, ‘বন্যায় যখন মানুষ মরে-আবরার তোমায় মনে পড়ে’, ‘স্বর্ণা দাস মরলো কেন-খুনী মোদী জবাব দে’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লেগান দেন।

১১:২৯ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement