Apan Desh | আপন দেশ

তেজগাঁও কলেজছাত্র হত্যাকাণ্ডে ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:২৯, ১৩ ডিসেম্বর ২০২৫

তেজগাঁও কলেজছাত্র হত্যাকাণ্ডে ছাত্রদল নেতা গ্রেফতার

শাহরিয়ার সরকার রিফাত

রাজধানীর তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডের মামলায় শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য শাহরিয়ার সরকার রিফাতকে গ্রেফতার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শেরে বাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>>>হাদির চিকিৎসায় ১১ জরুরি সিদ্ধান্ত মেডিকেল টিমের

জানা গেছে, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শেরে বাংলা নগর থানার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা রিফাতকে গ্রেফতা করা হয়েছে। তেজগাঁও কলেজের ছাত্রাবাসের সিসিটিভি ফুটেজের মাধ্যমে যাদের শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে একজন রিফাত।

গ্রেফতার রিফাতের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকেতর শিক্ষার্থী বলে জানা গেছে।

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। এরমধ্যে সাকিবুল হাসান রানা আইসিউতে থাকার ৪ দিন পর মারা যান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়