Apan Desh | আপন দেশ

এবার ক্ষমা চাইলেন আল আমিন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ১৩ জুন ২০২৫

এবার ক্ষমা চাইলেন আল আমিন

সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর আল আমিনকে সান্ত্বনা দেন সহকারী কোচ

হামজা দেওয়ান চৌধুরী, সামতি সোম ও ফাহমিদুল ইসলামদের মতো তারকা ফুটবলার নিয়েও সিঙ্গাপুরের জয় আটকাতে পারেনি বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বে পাঁচ প্রবাসী ফুটবলার নিয়ে খেলেও ২-১ গোলে হেরে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। 

জয়ের প্রত্যাশা নিয়ে চড়া দামে টিকিট কিনে মাঠে এসে হতাশ হয়ে ফিরেছেন দর্শকরা। খেলা শেষে হারের কারণ নিয়ে এসেছে নানা ব্যাখ্যা। তবে হারের দায় নিজের কাঁধে নিয়ে সবার আগে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন গোলরক্ষক মিতুল মারমা। এবার তার পথ অনুসরণ করলেন স্ট্রাইকার আল আমিন।

যদিও দ্বিতীয়ার্ধে নেমেছিলেন আল আমিন। তাতে ম্যাচে গতি বাড়লেও হার এড়ানো যায়নি। হাভিয়ের কাবরেরার পছন্দের শুরুর একাদশে যে আল আমিন ছিলেন না! থাকলে হয়তো শুরু থেকে কিছু একটা করার সুযোগ ছিল।

আল আমিন তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, এখনও গত ম্যাচের দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে! আমাদের ওপর যে আস্থা, ভালোবাসা নিয়ে আপনারা সমর্থন দিয়েছেন তা পাওয়া আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারিনি, সেজন্য ক্ষমা চাচ্ছি। আমার অনুরোধ থাকবে দয়া করে আপনারা আমাদের পাশে থাকুন, কথা দিচ্ছি খুব শিগগিরই জীবন দিয়ে লড়ে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা বাংলাদেশের জন্য, আপনাদের জন্য হলেও কামব্যাক করবো।

প্রসঙ্গত, গত ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ দল। সে ম্যাচে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহ দিয়ে শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়