Apan Desh | আপন দেশ

ম্যাক্স-বিএসপিএ পুরস্কার জিতলেন যারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২, ১৪ ডিসেম্বর ২০২৪

ম্যাক্স-বিএসপিএ পুরস্কার জিতলেন যারা

ছবি : সংগৃহীত

প্রতি বছরই বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ক্রীড়া সাংবাদিকদের পুরস্কৃত করে আসছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। এবারও তার ব্যাতিক্রম হয়নি। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২০২৩ সালের সেরা ক্রীড়া সাংবাদিকদের পুরস্কার প্রদান করেছে সংগঠনটি। 

এবার ‘ম্যাক্স-বিএসপিএ ক্রীড়া সাংবাদিকতা পুরস্কার ২০২৩’-এ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছেন ‘সকালসন্ধ্যা ডটকম’-এর ডেপুটি স্পোর্টস এডিটর রাহেনুর ইসলাম। শুক্রবার (১৩ ডিসেম্বর) পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে বর্ষসেরা ক্রীড়াবিদ ‘তওফিক আজিজ খান ট্রফি’ ও ৫০ হাজার টাকার চেক জিতেছেন রাহেনুর। বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার পথে তিনি হারিয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার সাদমান সাকিব ও ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়েরকে।

আরও দুটি পুরস্কার জিতেছেন রাহেনুর। এক্সক্লুসিভ রিপোর্টে ‘বদি-উজ-জামান ট্রফি’ জিতেছেন তিনি। এ বিভাগে রানার-আপ হয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরফাত জোবায়ের ও ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার শিশির হক। এছাড়া ফিচার/ডকুমেন্টরি বিভাগে প্রিন্ট ও অনলাইন ‘রণজিৎ বিশ্বাস ট্রফি’তে রানার-আপ হয়েছেন রাহেনুর। এ বিভাগের সেরা সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল।

এছঅড়া সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন তরুণ সরকার। সাক্ষাৎকার বিভাগে (প্রিন্ট ও অনলাইন) আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ। ইলেকট্রনিক মিডিয়ার সাক্ষাৎকার বিভাগে এ ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের মাহফুজ আলম।

ফিচার/ডকুমেন্টারি বিভাগে (প্রিন্ট ও অনলাইন) রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন সমকালের সঞ্জয় সাহা পিয়াল। ইলেকট্রনিক মিডিয়ার ফিচার বিভাগে এ ট্রফি জিতেছেন টি-স্পোর্টসের রিফাত এমিল। সেরা ক্রীড়া আলোকচিত্র বিভাগে বদরুল হুদা ট্রফি পেয়েছেন প্রথম আলোর শামসুল হক টেংকু।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে তিনজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক পরাগ আরমান, জাহিদ রহমান এবং চিন্ময় সাহাকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

গেম প্লের আয়োজনে এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় টানা নবমবারের মতো অনুষ্ঠিত হলো এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘ক্রীড়া সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করতে আমরা এ উদ্যোগের সঙ্গে থাকব।’ এ আয়োজন দেশের ক্রীড়া সাংবাদিকদের উৎসাহিত করবে এবং ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। সংগঠনের সাধারন সম্পাদক সামন হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়