Apan Desh | আপন দেশ

যমুনার সামনেই জুমার নামাজ আদায় ছাত্র জনতার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ৯ মে ২০২৫

আপডেট: ১৪:২৯, ৯ মে ২০২৫

যমুনার সামনেই জুমার নামাজ আদায় ছাত্র জনতার 

ছবি : আপন দেশ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন আন্দোলনকারী ছাত্র জনতা। তারই ধারাবাহিকতায় শুক্রবার (০৯ মে)  বিকালে সমাবেশের কর্মসূচি ঘোষনা করা হয়েছে। যমুনার পূর্ব পাশে মিন্টো রোডের ফোয়ারার সামনে ট্রাক দিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ। সেখানেই অবস্থান নিয়েছিলেন বিক্ষোভকারীরা। 

এর মধ্যেই সময় হয়ে যায় জুমার নামাজের। মঞ্চের পেছনেই জুমার নামাজ আদায় করছেন বিক্ষোভকারী ছাত্রজনতা। দুপুরে একটার দিকে দেখা যায়, বিক্ষোভকারীরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েন।

শুরুতে তারা সুন্নত নামাজ পড়েন। পরে ইকামত দেন। এরপর জুমার নামাজের খুতবা পড়া হয়। জুমার নামাজ শুরু হয় দুপুর একটা ১০ মিনিটে। জুমার নামাজের ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ।

এদিকে নামাজের শুরু থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা প্রাচীর তৈরি করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও এসপিবিএন সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

আরও পড়ুন<<>>আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা হাসনাতের

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (০৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটলের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টুরোডের পানির ফোয়ারার সামনে এ জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহবান জানিয়েছেন তিনি। সকালে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এ জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়