Apan Desh | আপন দেশ

আজ সারা দেশে বিক্ষোভ করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩

আজ সারা দেশে  বিক্ষোভ করবে জামায়াত

ফাইল ছবি

ঢাকা: বিএনপির সঙ্গে যুগপৎ কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে না থাকলেও আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। তবে কোনো স্থান বা কালের কথা উল্লেখ করেনি সংগঠনটি।

এটিএম মাছুম বলেন, দলের আমির ডা.শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন >><< শুক্রবার আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রহসনের নির্বাচনের আয়োজন চলছে অভিযোগ করে তিনি বলেন, বর্তমান সরকার বিরোধীদলের নেতাকর্মীদেরকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও মামলা দায়ের করা হচ্ছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে বৃদ্ধ নারী-পুরুষ, শিশুসহ কেউই রেহাই পাচ্ছে না। দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঐক্যবদ্ধ। সরকার বিরোধীদলকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে।

সরকারের সকল চক্রান্ত বানচাল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কর্মসূচি সফলের জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়