Apan Desh | আপন দেশ

শনিবার তাপমাত্রা কমে শীত আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ২৪ জানুয়ারি ২০২৫

শনিবার তাপমাত্রা কমে শীত আরও বাড়বে

ছবি : আপন দেশ

দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। সে সঙ্গে রয়েছে হিমেল বাতাস, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে উত্তরের দুই জেলা সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে। শনিবার রাতে সারাদেশে তাপমাত্রা কমে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতরের পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে কুয়াশা থাকতে পারে। তবে শনিবার থেকে তাপমাত্রা আরও কমে শীত বাড়তে পারে। দু–একটি স্থানে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২২জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, শুক্রবার দেশের তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে। আগামীকালও বিভিন্ন স্থানে কুয়াশা থাকতে পারে। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে। শনিবার থেকে কুয়াশা কম হলেও তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

এতে আরও বলা হয়েছে, আগামী ৩দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর আগামী ২৪ ঘণ্টা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থার করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়