সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাচনে এতদিন বয়সসীমা ছিল ৭০ বছরের নিচে। যা বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের পুনরায় সভাপতি হতে বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিল । সেই সীমা তুলে দেয়া হল। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সাফের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের এ সীমা তুলে দেয়া হয়েছে। সাফের গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান আগেই ইতিবাচক সম্মতি দিয়েছিল। শুক্রবার (০৪ এপ্রিল) সভায় সংশোধন ছিল শুধু সময়ের অপেক্ষা।