
ছবি: সংগৃহীত
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২ দফা দাবিতে আগামীকাল (শনিবার) থেকে তিনদিনের কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা।
শুক্রবার (০৭ মার্চ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে টানা ৩ দিন সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে এ কর্মবিরতি পালিত হবে। তবে জরুরি বিভাগের সেবা কর্মসূচির বাইরে থাকবে। দাবি আদায় না হলে মঙ্গলবার (০৯ মার্চ) থেকে অনির্দিষ্টকালের পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও আছে বিজ্ঞপ্তিতে।
সংগঠনটি বলছে, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। না হলে দেশের চিকিৎসা ব্যবস্থা দীর্ঘ সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।
বিসিএস চিকিৎসকদের ২ দফা দাবি হলো-
১. চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতিদ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।
আরওপড়ুন<<>>ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ
২. তৃতীয় গ্রেডপ্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা।
অপরদিকে, শনিবার থেকে তিন দিনের কর্মবিরতির কথা জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের আরও কয়েকটি সংগঠন।
এ তালিকায় রয়েছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ, সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ, দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি। এ বিষয়ে শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন।
আপন দেশ/এমএস