
ছবি: সংগৃহীত
কুড়িগ্রাম সদর হাসপাতালে ভোররাতে দম্পতির ওপর হামলা হয়েছে। আহত হয়েছেন রুমি বেগম (৩৮) ও তার স্বামী আব্দুল করিম (৪২)। তারা সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা। এখন দুজনই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৪ জুন) ভোররাতে ছয়–সাতজন কিশোর ও যুবক দলবদ্ধ হয়ে ওয়ার্ডে ঢুকে এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী মোছা. আকলিমা বেগম জানান, ভোররাতে রোগী ও স্বজনেরা ঘুমিয়ে থাকা অবস্থায় হামলাকারীরা হঠাৎ ওয়ার্ডে ঢুকে রুমি বেগমকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে। বাধা দিতে গেলে রুমির স্বামী আব্দুল করিমকেও লাঠি ও ঘুষি মেরে আহত করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। আতঙ্কে অন্য রোগীর স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। পুরো ঘটনা হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
আরও পড়ুন>>>ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘রিমঝিম’
এর আগে, শুক্রবার (১৩ জুন) বিকেলে পাওনা ২ হাজার ২০০ টাকা নিয়ে বিরোধের জেরে একই কিশোর‑তাণ্ডবের তিন সদস্য—সোহেল, ইব্রাহিম ও জামিল—করিমের বাড়িতে ঢুকে রুমি বেগমকে ছুরি দিয়ে আঘাত করে। তার কপালে চারটি সেলাই লাগে। এলাকাবাসী তিন অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করলেও পারিবারিক সমঝোতায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। কয়েক ঘণ্টা পরই হাসপাতালে আবার হামলার ঘটনা ঘটে।
আহত দম্পতির ছোট ভাই মো. আব্দুস সালাম সোমবার (১৬ জুন) কুড়িগ্রাম সদর থানায় মামলা (নম্বর—২৭/২০২৫) দায়ের করেছেন। থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, মামলা রেকর্ড করা হয়েছে; দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ জানান, হাসপাতালের ভেতরে এমন ঘটনায় আমরা মর্মাহত। সিসিটিভি ফুটেজ তদন্ত সংস্থাকে সরবরাহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই সর্বাত্মক সহযোগিতা থাকবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।