নিবন্ধনে ইসির বাছাইয়ে ফেল ১৪৪ দল
নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। এর ফলে ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে ১৫ দিন সময় পাচ্ছে নতুন দলগুলো। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে।
০৩:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার