Apan Desh | আপন দেশ

জরুরি বৈঠকে বসছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ২৭ এপ্রিল ২০২৫

জরুরি বৈঠকে বসছে বিসিবি

বিসিবি লোগো

মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় উত্তাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতির মাঝেই রোববার (২৭ এপ্রিল) জরুরি বৈঠকে বসছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আলোচনার কথা রয়েছে এ সভায়। বিসিবির পরিচালকদের উপস্থিতিতে বিকেল ৪টায় অনলাইনে (জুম) সভাটি অনুষ্ঠিত হবে।
 
বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৪ মার্চ সভায় বসার কথা ছিল বিসিবির। কিন্তু সেদিন হঠাৎ করেই তামিম ইকবাল ডিপিএলে ম্যাচ খেলার মাঝে অসুস্থ হয়ে পড়লে, সভা স্থগিত করে বোর্ড পরিচালকরা সেখানে চলে যান। সেটি হতো ফারুক আহমেদের বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৯তম সভা। সম্প্রতি বেশ কিছু ইস্যু তৈরি হওয়ায় বিসিবি নতুন করে সভায় বসছে আজ।

সভায় সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, সভাপতি ফারুক আহমেদ বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন। যদিও গতকাল এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিবি। তবে আজকের সভায় এই বিষয়েও আলোচনা হতে পারে।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেট নিয়েও বেশ বিশৃঙ্খলা নিয়েও বিপাকে আছে বিসিবি। তাওহীদ হৃদয়কে ম্যাচ নিষিদ্ধ করার বিষয়ে নানা প্রতিক্রিয়ার মাঝেই তামিম ইকবালসহ ক্রিকেটাররা ক্ষোভ জানিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তারা তিনটি বিষয়ে নিজেদের আপত্তির কথা জানান। অর্থাৎ, সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বিসিবির সভায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়