Apan Desh | আপন দেশ

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য গৌতম বোস আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ২৫ ডিসেম্বর ২০২৩

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য গৌতম বোস আর নেই

ফাইল ছবি

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র আর্টিস্ট গৌতম বোস মারা গেছেন। রবিবার দিবাগত রাত ১টায় ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। গৌতম বোস দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন তার বড় ভাই সাধন বোস ঢাকায় ফিরলে রাজারবাগ ছোট কালিবাড়ী মন্দিরে তার শেষকৃত্য সম্পন্ন হবে।  

জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা গৌতম বোসের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়