বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশ থেকে এখন পর্যন্ত আড়াই থেকে তিন লাখ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে শুধু বেক্সিমকো গ্রুপের অর্থ পাচারের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকায় মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য দেন গভর্নর। তিনি বলেন, চট্টগ্রামের বড় বড় গ্রুপগুলোর একটি-দুটি নয়, অনেকেই জড়িত। শুধু একটি গ্রুপই ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। এমন আরও কয়েকটি শিল্পগোষ্ঠী রয়েছে যারা ২০, ৪০, এমনকি ৫০ হাজার কোটি টাকা করে পাচার করেছে।