শীতকালীন সবজির মৌসুম শেষ হতেই অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালীন সবজির সরবরাহ না থাকায় প্রায় প্রতি সপ্তাহেই বাড়ছে দাম। এতে চরম বিপাকে পড়ছেন ক্রেতারা। তাদের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে পেঁয়াজ। অত্যবশ্যকীয় এ পন্যটির দাম ঈদের পর হঠাৎ করেই প্রায় দ্বিগুন হয়েছে। আগে থেকেই সয়াবিন তেলের সংকট ছিল, সেটি এখনও আছে। মাছের দাম কিছুটা বাড়লেও মুরগি, মাংস ও ডিমের বাজার মোটামুটি স্বাভাবিক রয়েছে।