Apan Desh | আপন দেশ

ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে লিগ্যাল নোটিশ

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:২২, ১৭ এপ্রিল ২০২৫

ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে লিগ্যাল নোটিশ

ছবি: আপন দেশ

ভারতকে দেয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টসহ সব সুবিধা বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোটের এক আইনজীবী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। পররাষ্ট্র সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।

আরওপড়ুন<<>>হাইকোর্টে ৪৮ বেঞ্চ পুনর্গঠন

নোটিশ প্রেরণকারী আইনজীবী বলেন, লিগ্যাল নোটিশ পাওয়ার পর সরকার যদি ভারতকে দেয়া ট্রানজিট, ট্রান্সপশিপমেন্ট সুবিধা, বৈষম্যমূলক চুক্তি বাতিলে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে উচ্চ প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে।

তিনি  আরও বলেন, ভারত ইতোমধ্যে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এখন বাংলাদেশের জনগণও চায় ভারতকে দেয়া সব সুবিধা বাতিল হোক।

আপন দেশ/এমএস 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়