
ছবি: সংগৃহীত
নতুন একটি ভাইরাসের সন্ধান মিলেছে চীনে। যা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। এ ভাইরাসের নাম এইচকেইউ৫-কোভ-২। যার সঙ্গে করোনাভাইরাসের বেশ মিল রয়েছে। এতে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে যে, দুই বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরেকটি মহামারির কবলে পড়তে পারে বিশ্ব।
সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, এইচকেইউ৫-কোভ-২ নামক নতুন ভাইরাসটি উহান ইনস্টিটিউটের ভাইরোলজিস্টদের (ভাইরাস বিশেষজ্ঞ) একটি দল আবিষ্কার করেছে। যার নেতৃত্বে ছিলেন শি ঝেংলি। যিনি করোনাভাইরাস নিয়ে তার আজীবন কাজের জন্য ‘ব্যাটওম্যান’ নামে পরিচিত। নতুন স্ট্রেনটি বাঁদুরের মধ্যে পেয়েছেন তারা।
নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন ঝেংলি।
চীনা গবেষকরা দেখেছেন যে নতুন ভাইরাসটি এসএআরএস সিওভি-২ এর সাথে মিল রয়েছে - যে ভাইরাসটি কোভিড মহামারির দিকে পরিচালিত করেছিল। কারণ এটিও কোভিডের মতো এসিইটু নামক মানব কোষে অনুপ্রবেশ করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
নতুন এইচকেইউ৫-কোভ-২ ভাইরাসটি মারবেকোভাইরাস পরিবারের একটি জীবাণু। মারবেকোভাইরাস পাওয়া গেছে মিঙ্ক ও প্যাঙ্গোলিন নামের দুটি প্রাণীর মধ্যে। ধারণা করা হয় এই প্রাণীর মাধ্যমে বাঁদুর ও মানুষের মধ্যে ভাইরাসটি আসে।
গবেষণায় আরও দেখা গেছে, এইচকেইউ৫-কোভ-২ নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড-১৯। সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন, এ ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।