
বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবি শাখা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে ১৮ ফেব্রুয়ারিকে শিক্ষক দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবি শাখা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ড. জোহার কবরে দোয়া ও শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি করেন তারা।
ফোরামের নেতারা বলেন, শহীদ ড. শামসুজ্জোহা স্যার শিক্ষক সমাজের আইডল। তিনি একজন শিক্ষার্থীবান্ধব মানুষ ছিলেন। আজীবন ন্যায় ও সত্যের পক্ষে লড়াই করেছেন। শিক্ষার্থীদের জন্য জীবন উৎসর্গ করা এ মহান ব্যক্তির শাহাদাত দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণা করা সময়ের দাবি। আমরা সংশ্লিষ্ট সবাই এ দাবি বাস্তবায়নের আহবান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর সাজ্জাদুর রহিম সাজিদ, প্রফেসর ড. কুদরত-ই- জাহান, প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, প্রফেসর ড. মো. খালেদুজ্জামান, প্রফেসর ড. মাহবুবুর রহমান প্রমুখ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।