ছবি: সংগৃহীত
মো. টিপু সুলতান। নিজের লেখা ইংরেজি ভাষাশিক্ষা বই ‘বোনাস’। বইমেলায় মাইকিং করে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। এছাড়াও বইমেলায় আগত শিক্ষার্থীদের ইংরেজি বানান, বাংলা অর্থ জিজ্ঞাসা করে নানা সময়ে আলোচনায় আসেন। ঢাকার জেলা জজ আদালত এলাকা থেকে তাকে বের করে দেয়া হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) আদালত চত্বরে বই বিক্রি করছিলেন। এ সময় তাকে সেখান থেকে চলে যেতে বলেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. খাদেমুল ইসলাম।
এ প্রসঙ্গে নাজির মো. খাদেমুল ইসলাম বলেন, টিপু সুলতান সম্মানিত মানুষ। তিনি মাইকিং নিয়ে বই বিক্রি করতে এসেছিলেন। আদালত এলাকায় মাইকিং করে বই বিক্রি করলে লোকজন জড়ো হবে, এতে বিচারপ্রার্থীরা বিরক্ত হতে পারেন। এজন্য তাকে অনুরোধ করে আদালত চত্বর থেকে চলে যেতে বলেছি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































