মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদফতর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে নতুন দুটি পৃথক অধিফতকর হচ্ছে। একটি মাধ্যমিক শিক্ষা অধিদফতর ও অপরটি কলেজ শিক্ষা অধিদফতর। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক শিক্ষাকে পৃথক অধিদফতর প্রতিষ্ঠার লক্ষ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের জন্য মোট ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ২টি পৃথক অর্গানোগ্রাম প্রস্তুতপূর্বক মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।
০৬:০৮ পিএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার