Apan Desh | আপন দেশ

রংপুরের বিদায়, দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

রংপুরের বিদায়, দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

সংগৃহীত ছবি

টানা আট জয়ে প্লে-অফে উঠেছিল রংপুর রাইডার্স। কিন্তু এরপর ছন্দপতন। একের পর এক হার। শেষ পর্যন্ত এলিমিনেটরেই বিদায় নিতে হলো নুরুল হাসান সোহানের দলকে।

সোমবার (০৩ ফ্রেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে ৯ উইকেট আর ৫৮ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় খুলনা টাইগার্স। এ জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

টস জিতে ব্যাটিং নেয়া রংপুরের শুরুটা ভয়াবহ। সৌম্য সরকার রানআউট হন প্রথম বল না খেলতেই। ভিন্স (১), সাইফ (৪), শেখ মেহেদী (১) ও সাইফউদ্দিন (৮) দ্রুত ফিরলে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর সোহান (২৩) ও ডেভিড (৭) কিছুটা লড়াই করেন। কিন্তু আন্দ্রে রাসেলও ব্যর্থ (৪)। শেষ দিকে আকিভ জাভেদের ১৮ বলে ৩২ রান রংপুরকে টেনে তোলে ৮৫ রানে।

বল হাতে খুলনার হয়ে ৩টি করে উইকেট নেন মেহেদী মিরাজ ও নাসুম আহমেদ। ১টি করে পান নওয়াজ, হাসান মাহমুদ ও মুশফিক হাসান।

৮৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনার জয় পেতে কষ্ট হয়নি। অধিনায়ক মিরাজ শূন্য করলেও নাইম শেখ (৩৩ বলে ৪৮) ও অ্যালেক্স রস (২৭ বলে ২৯) দলকে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এখন খুলনা লড়বে দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যে পরাজিত দলের বিপক্ষে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়