Apan Desh | আপন দেশ

‘বিপিএল’ উদ্বোধন করলেন আসিফ মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:১৭, ২৩ ডিসেম্বর ২০২৪

‘বিপিএল’ উদ্বোধন করলেন আসিফ মাহমুদ

ছবি: ইন্টারনেট

রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বল। মিরপুরে চলছে বিপিএল মিউজিক ফেস্ট। অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা দেয়া হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধন ঘোষণা করতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এ বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সে নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন প্রেক্ষাপটে বিপিএলে কিছু পরিবর্তন, সংযোজনও করেছে বিসিবি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, এবার বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এ আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেয়ার উদ্যোগ নেয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আমাদের এ উদ্যোগের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। আশা করি এবারের বিপিএল সবার কাছে উপভোগ্য হবে।

বিপিএল ফেস্টে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আজ মিউজিক ফেস্ট শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আপনারা এর মধ্যে জেনে গেছেন, প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি।

বিপিএলের এ মিউজিক ফেস্ট মাতাবেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। সঙ্গে থাকছে দেশি বেশ কিছু ব্যান্ড ও সংগীত শিল্পীও। রাহাত ফতেহ আলী খান বিপিএল কনসার্টে পারফর্ম করার জন্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা অর্থাৎ মার্কিন মুদ্রায় প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক পাবেন। গত শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদ সভায় এ অর্থ অনুমোদন হয়।

ফারুক আহমেদ জানিয়েছেন, মিউজিক ফেস্ট আয়োজনের জন্য টাইটেল স্পনসর মধুমতি ব্যাংক ৪ কোটি টাকা দেবে, যার প্রায় পুরোটাই রাহাত ফতেহ আলীর পারিশ্রমিকে ব্যয় হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়