Apan Desh | আপন দেশ

১০ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ১৫:০৯, ২৩ জুলাই ২০২৫

১০ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

দেশের বিদ্যমান পরিস্থিতিতে আরও ১০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকের এ তথ্য নিশ্চিত করেছেন আমন্ত্রিত একাধিক দলের শীর্ষ নেতারা।

আরওপড়ুন<<>>‘প্রধান উপদেষ্টার সঙ্গে ঘন ঘন মতবিনিময় হলে ভালো হতো’

দলগুলো হলো- এবি পার্টি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, সিপিবি, বাসদ, জেএসডিসহ আরও একটি দল।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দলগুলো হলো- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়