বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা। ছবিঃ সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ৯ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেন। গুলিস্তানে দুপুর ১২টায় গণজমায়েতের কথা বলা হয়।
এর আগে ৯ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার 'কণ্ঠে' একটি ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপে শেখ হাসিনা ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে দলের নেতাকর্মীদের ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলেন।
ফোনালাপে তিনি বলেন, মিছিলে ট্রাম্পের ছবি থাকবে। যদি কেউ বাধা দেয় তা হলে ছবির হামলা হবে ট্রাম্পকে পাঠাব।
এদিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ১০ নভেম্বর গুলিস্তানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহবান জানানো হয়। এ ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থকরা প্রতিবাদে নামার হুঁশিয়ারি দেন। প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
এ ছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যদি নিষিদ্ধ সংগঠন কোনো কর্মসূচি দেয় তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































