দেশের ৪ জেলায় বজ্রপাতে ১০ জন নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা, কিশোরগঞ্জ, নোয়াখালী ও সুনামগঞ্জ জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে এসব মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। কুমিল্লায় পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলার বরুড়া ও মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি ঘটনায় তাদের মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানা পুলিশের ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।