মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই দরিদ্র এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রোববার (০৬ এপ্রিল) কিনশাসার জনস্বাস্থ্য বিষয়ক প্রাদেশিক মন্ত্রী প্যাট্রিসিয়েন গঙ্গো-আবাকাজি এ তথ্য জানান। দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার (৪ এপ্রিল) থেকে শুরু হয়ে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা বৃষ্টিতে পুরো শহরজুড়ে পানি জমে যায়। অনেক জায়গায় দেয়াল ধসে পড়েছে, কোথাও পানিতে ডুবে গেছে মানুষ। নিহতদের কেউ পানিতে ডুবে, কেউবা ঘরের দেয়াল ধসে মারা গেছেন।