Apan Desh | আপন দেশ

ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখলে জবাব আরও তীব্র হবে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ২০ জুন ২০২৫

আপডেট: ২১:১১, ২০ জুন ২০২৫

ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখলে জবাব আরও তীব্র হবে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইসরায়েল যদি ইরানে আক্রমণ অব্যাহত রাখে তবে আরও জোরালো জবাব দেবে তেহেরান। বলেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার (২০ জুন) ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পেজেশকিয়ান বলেন, সংঘাতের অবসানের একমাত্র উপায় হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা। বর্তমান পরিস্থিতিতে স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব হবে যদি ইহুদিবাদী শত্রু তার শত্রুতা বন্ধ করে।

তিনি বলেন, ইরান সর্বদা শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছে। আমরা ইসরায়েলের সন্ত্রাসী উসকানি বন্ধ করার দৃঢ় নিশ্চয়তা দিচ্ছি। পেজেশকিয়ান সতর্ক করে দিয়ে বলেন, হামলা বন্ধ করতে ব্যর্থ হলে ইরানের পক্ষ থেকে আরও জোরালো ও দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো হবে।

আরওপড়ুন<<>>ইরানে দূতাবাস বন্ধ করল ৬ দেশ

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক শহীদ হন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তখনই পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়

বিশ্লেষকদের মতে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালেও ইরান এখনও তাদের নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!