Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ পালন হচ্ছে ঈদুল আজহা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৬ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ পালন হচ্ছে ঈদুল আজহা

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আযহা পালন হচ্ছে আজ।
শুক্রবার (০৬ জুন) স্থানীয় সময় সকালে ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

চাঁদ দেখা সাপেক্ষে আজ ঈদ উল আযহা পালন হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে।

যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে, ঈদ উদযাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ায়। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায়। আজ ঈদ উদযাপিত হবে যুক্তরাষ্ট্রেও।

ভৌগোলিক অবস্থানের কারণে কয়েক ঘণ্টা আগে পরে ঈদ উদযাপন হবে ইউরোপসহ বিশ্বের আরও বিভিন্ন দেশে। বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই ও মালয়েশিয়ায় ঈদ উল আযহা পালিত হবে আগামীকাল শনিবার।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়