ছবি সংগৃহীত
চট্টগ্রামের কালুরঘাট সেতু এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে কয়েকটি যানবাহন।
খন্বিখন্ড যানের মধ্যে আছে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার এবং প্রিকয়াপ ভ্যান। এ ঘটনায় ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ জুন) রাত ১০টা ২৫ মিনিটের দিকের ঘটনা এটি।
ফায়ার সার্ভিস জানায়, বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১০টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস এবং পুলিশ। ট্রেনের নিচে আটকে আছে এসব যানবাহনগুলো। আটকে থাকায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































