Apan Desh | আপন দেশ

আব্রামের জন্মদিনে অপুর শুভেচ্ছা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১২:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আব্রামের জন্মদিনে অপুর শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। এ বিশেষ দিনটিতে ছেলেকে নিয়ে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) অপু বিশ্বাস তার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত।

অপু বিশ্বাস তার ছেলের জন্মের দিনটিকে স্মরণ করে আরও লিখেন, তোমার জন্মের সে দিনটি এখনও আমার মনে উজ্জ্বল হয়ে আছে। তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে। গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি, বরং তোমার মেধা, সাহসিকতা, আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছো।

জয়ের প্রতিটি ছোট-বড় কৃতিত্বে গর্ববোধ করেন অপু বিশ্বাস। তিনি ছেলের প্রতি তার ভালোবাসা ও আশীর্বাদ জানিয়ে আরও বলেন, তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পারো, আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন যেন পূরণ হয়।

অপরদিকে, এ সংবাদ লেখার সময় পর্যন্ত ছেলে আব্রামের জন্য শাকিব খানের পক্ষ থেকে এখনও কোনো শুভেচ্ছা বার্তা লক্ষ্য করা যায়নি। 

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়