ছবি সংগৃহীত
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, রাত আড়াইটার র্যাবের একটি টিম রাজবাড়ীর সাবেক মেয়র আলমগীর শেখ তিতুকে তাদের কাছে হস্তান্তর করেছেন।
এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতেই তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আলমগীর শেখ তিতু রাজবাড়ী শহরের ২ নং বেড়াডাঙ্গা এলাকার মৃত আব্দুল গণি শেখের ছেলে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ৩০ আগস্ট তিতুসহ ১৭০ জনের নাম বিরুদ্ধে মামলা করা হয়। রাজিব মোল্লার দায়ের করা মামলায় ৭ নম্বর আসামি ছিলেন আলমগীর শেখ তিতু।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































