Apan Desh | আপন দেশ

ইসরাইলকে ড. ইউনূস কোটি টাকা দিয়েছেন এ দাবি ভুয়া

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৩৮, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:০৬, ২০ এপ্রিল ২০২৫

ইসরাইলকে ড. ইউনূস কোটি টাকা দিয়েছেন এ দাবি ভুয়া

মুফতি আলাউদ্দিন জিহাদী নামের একজনের বয়ান গুজব নিয়ে গুজব ছড়াচ্ছে। ছবি: ভিডিও থেকে নেয়া

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে ইসরাইলকে হাজার কোটি টাকা দেয়ার গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসরাইলকে টাকা দেয়ার বিষয়টি ভুয়া জানিয়েছে। পাশাপাশি নাগরিকদের বিভ্রান্ত না হয়ে দেশে শান্তিশৃঙ্খলা বিনষ্টের চেষ্টায় থাকা ব্যক্তিদের অপপ্রচার রুখে দেয়ার আহবান জানিয়েছে সরকার।

রোববার (২০ এপ্রিল) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস থেকে এক বিজ্ঞপ্তিতে এসব কথা জাননো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুফতি আলাউদ্দিন জিহাদী নামের একজন বক্তা সম্প্রতি কোনো এক বয়ানে দাবি করেছেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ইসরাইলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এ বক্তব্যটির প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত প্রফেসর ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলমান যে সংঘবদ্ধ ষড়যন্ত্র ও অপপ্রচার তারই অংশ।
 
স্বতন্ত্র ফ‍্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, প্রফেসর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকা ইসরাইলকে এক কোটি ডলারের সহায়তার কথা নিয়ে সর্ব প্রথম ২০২৩ সালের অক্টোবর বাংলা ইনসাইডার নামক একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। পরবর্তীকালে ধাপে ধাপে তা আরও কিছু অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশ হয়। এ দাবিটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে অনুসন্ধান করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

আরও পড়ুন>>>ট্রাম্পবিরোধী বিক্ষোভে ফের উত্তাল যুক্তরাষ্ট্র

তাদের অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে যখন ফিলিস্তিনিদের মধ্যে হামলার ভয়াবহতা শুরু হয়। সে সময়ই বাংলাদেশে প্রচার হতে শুরু করে। ইসরাইলকে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
 
অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সাইট হিসেবে পরিচিত অনলাইন সংবাদমাধ্যম বাংলা ইনসাইডারের সে বছরের ১৩ অক্টোবরের একটি প্রতিবেদন থেকে আলোচিত দাবিটি ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদনে দাবিটির পক্ষে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বিষয়ে বলা হলেও ওই মন্ত্রণালয় থেকে সেই সময়ে প্রকাশিত কোনো বিবৃতিতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
 
ওই দাবি সংবলিত কোনো বিবৃতি প্রকাশিত হয়নি বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও রিউমার স্ক্যানারকে নিশ্চিত করা হয়। তা ছাড়া ইসরাইলের সাংবাদিক ও ফ্যাক্ট চেকারও এমন কোনো সহায়তার বিষয়ে অবগত নন বলে রিউমার স্ক্যানারকে জানায়। একইসঙ্গে ইউনূস সেন্টারও বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে।
  
এ অবস্থায় দেশের সব আলেম ওলামা ও দায়িত্বশীল নাগরিকদের বিভ্রান্ত না হয়ে দেশে শান্তিশৃঙ্খলা বিনষ্টের চেষ্টায় থাকা ব্যক্তিদের অপপ্রচার রুখে দেয়ার আহবান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়