Apan Desh | আপন দেশ

জেনেভা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১, ৪ সেপ্টেম্বর ২০২৪

জেনেভা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

ছবি সংগৃহীত

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

নিহত সনু (৩২) অটোরিকশা চালক ছিলেন। 

মুমূর্ষু অবস্থায় সনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী শামীম হোসেন ও সজীব আহমেদ জানান, জেনেভা ক্যাম্পের ৫ নম্বর সেক্টরে থাকেন সনু।  সকাল থেকে ক্যাম্পের ভেতর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হলে সনু গুলিবিদ্ধ হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, সনুর পেটের দুই পাশে অন্তত ১৫টি গুলি বিদ্ধ হয়েছে। মরদেহটি জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিস্তারিত তদন্ত করছে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়