
ফাইল ছবি
আজ বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস। এবারের প্রতিপাদ্য ‘ভূমি পুনরুদ্ধার করো, সম্ভাবনা উন্মোচন করো’। বিশ্বব্যাপী মরুকরণ ও খরা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ঘোষণা অনুযায়ী ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট মরুকরণ তৈরি করা হয়। বর্তমানে মরুকরণ পরিবেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তাই দিবসটি পালনে অত্যধিক গুরুত্বারোপ করছে জাতিসংঘ।
অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ফলে খরার কারণে ফসল উৎপাদন কমে যাচ্ছে। ফলে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে।
দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এক বাণীতে বলেন, এ বছরের বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য ‘ভূমি পুনরুদ্ধার করো, সম্ভাবনা উন্মোচন করো’ এটি একদিকে যেমন একটি বাস্তব বার্তা, একই সঙ্গে একটি শক্তিশালী আহবান। আমি সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে এ আহবানে সাড়া দিতে ও টেকসই ভূমি ব্যবস্থাপনার বিষয়ে আমাদের যৌথ বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানাই। আমাদের অবশ্যই ভূমির অবক্ষয় রোধ করতে হবে। ভূমি পুনরুদ্ধারের জন্য অর্থায়ন বৃদ্ধি করতে হবে। যার মধ্যে বেসরকারি বিনিয়োগকেও সক্রিয় করতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।