
চিত্রনায়িকা পরী মণি।
চিত্রনায়িকা পরী মণি তার বাসার সাবেক গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল নূরে আলমের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
আদালত পরী মণির জবানবন্দি গ্রহণ করে ভাটারা থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৮ জুলাই মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার গৃহকর্মী পিংকি আক্তার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরী মণি ও সৌরভ (২৮) নামের একজনের বিরুদ্ধে একটি মামলা করেন। অভিযোগে তিনি জানান, এক বছরের শিশু সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পরী মণি তাকে মারধর করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের মার্চে কাদের এজেন্সির মাধ্যমে পিংকি পরীদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। এক সন্তানের দেখাশোনার দায়িত্বে নিয়োগ দেয়া হলেও তাকে দুটি শিশুর দায়িত্ব পালন করতে হতো। রান্নার কাজও করতে হতো দিনে ও রাতে। প্রয়োজনের তাগিদে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।
তবে ২ এপ্রিল দুপুরে, পরী মেকআপ রুম থেকে এসে শিশুকে দুধ খাওয়ানোর বিষয় নিয়ে পিংকির সঙ্গে তর্কে জড়ান। এ নিয়েই শুরু হয় গালিগালাজ ও মারধর।
পিংকি অভিযোগ করেন, পরী তার মাথা, মুখ ও চোখে এলোপাতাড়ি আঘাত করেন, ফলে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে আসার পর নিরাপদ স্থানে যেতে অনুরোধ করলেও পরী ও সৌরভ তাকে থামিয়ে দেন। পরে পিংকি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় বাসা থেকে বের হন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর ৪ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পিংকি। কিন্তু তাতে কোনো অগ্রগতি না দেখে আদালতের শরণাপন্ন হন তিনি। তার মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।